যুদ্ধাপরাধীর জন্য ডাকা হরতাল ব্যর্থ: মহিউদ্দিন

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে ডাকা হরতাল ‘সর্বাত্মকভাবে ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 10:52 AM
Updated : 30 Oct 2014, 10:52 AM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, “যুদ্ধাপরাধী নিজামীর জন্য ডাকা এ হরতাল সর্বাত্মকভাবে ব্যর্থ। এই হরতাল জাতির চোখ খুলে দিয়েছে। জাতি চায় নিজামীর মত সব কুখ্যাত মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকর হোক।

“অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে জাতি আজ রাজপথে নেমেছে-এটা স্বাধীনতার স্বপক্ষ বাঙালির একটি ইতিবাচক অর্জন।”

মহিউদ্দিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এদেশকে যুদ্ধাপরাধীমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছেন। এ প্রশ্নে কোনো অপশক্তির চাপে তিনি মাথা নত করবেন না। এটাই আমাদের অদম্য সাহস।

“প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, বর্তমান নির্বাচিত সরকারকে যারা অবৈধ বলছেন তারা গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, “শুধু একজন নিজামী নয়, একাত্তরের সকল মানবতাবিরোধী খলনায়কদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের যে প্রক্রিয়া প্রধানমন্ত্রী শুরু করেছেন তা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জনআকাঙ্ক্ষারই প্রতিফলন।”

ফাইল ছবি

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রশিদ, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের আহ্বায়ক ফরিদ মাহমুদ, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি প্রমুখ বক্তব্য দেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।