রাজশাহীতে পুলিশ-জামায়াত সংঘর্ষ

মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পর রাজশাহী নগরীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 09:27 AM
Updated : 29 Oct 2014, 12:48 PM

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে নগরীর কোর্ট স্টেশন মোড়ে এ সংঘর্ষ হয়।

তিনি জানান, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পর পুলিশ ১৫/২০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়েছে।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুপুর ২টার দিকে আদালত চত্বর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের একটি মিছিল কোর্ট স্টেশন মোড়ের দিকে যায়।

এ সময় পুলিশের দুইটি পিকআপ তাদের পেছন পেছন যায়।

কোর্ট স্টেশন মোড়ে ৩/৪ শ জামায়াত-শিবির নেতাকর্মী সমাবেশ করে। সমাবেশ শেষে চলে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে।

পুলিশ ওই সময় কাঁদানে গ্যাস ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পর পুলিশ ১৫/২০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়েছে।

মতিহারে ৫ জন আটক

এদিকে বেলা ১টার দিকে নগরীর মতিহারের দেওয়ারপাড়া মোড় থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, পাঁচ জনকে আটক করার পর বাকিরা পালিয়ে গেছে।