বরাবরের মতো ‘নিশ্চুপ’ বিএনপি

যুদ্ধাপরাধের দায়ে আলবদর প্রধান জামায়াত আমির মতিউর রহমানের ফাঁসির রায় নিয়ে বরাবরের মতোই প্রতিক্রিয়া দেয়নি জোটসঙ্গী বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 08:43 AM
Updated : 29 Oct 2014, 04:32 PM

বুধবার দুপুরে রায়ের পর জাতীয় প্রেস ক্লাবের ভাসানী স্মৃতি সংসদের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের স্মরণে এই আলোচনা সভাটি হয়।

অনুষ্ঠানের পর মির্জা ফখরুল ইসলামের কাছে সাংবাদিকরা রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ‘নিশ্চুপ’ থাকেন।

অনুষ্ঠানের দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুও ছিলেন। তারাও এ বিষয়ে মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।

ফাইল ছবি

প্রতিক্রিয়া জানাতে অপারগতা এলেও নিজামীর রায়ের একদিন আগে নাটোরে দলের চেয়ারপার্সনের বৃহস্পতিবারের সমাবেশ পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার ওই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে মুক্তিযুদ্ধকালে বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে বুদ্ধিজীবী হত্যার নীরনকশা বাস্তবায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার ফাঁসির আদেশ দেয়।

তার বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে চারটিতে ফাঁসি এবং চারটিতে যাবজ্জীবন দেয় ট্রাইব্যুনাল।

এ পর্যন্ত যুদ্ধাপরাধের মোট নয়টি মামলার রায় এসেছে, যার কোনোটিতে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে।

সর্বশেষ যুদ্ধাপরাধের হোতা গোলাম আযমের মৃত্যুর পরও চুপ ছিল দলটি।