নিজামীর রায়ের পরদিন খালেদার জনসভা হচ্ছে না

যুদ্ধাপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর রায়ের পরদিন নাটোরে খালেদা জিয়ার পূর্বঘোষিত জনসভা হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 04:45 PM
Updated : 28 Oct 2014, 05:11 PM

এই জনসভা ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে পিছিয়ে আগামী ১ নভেম্বর শনিবার নেওয়া হয়েছে বলে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানিয়েছেন।

যুদ্ধাপরাধে নেতাদের দণ্ড হওয়ার পর বরাবরই জামায়াত হরতাল ডেকে আসছে। তবে জনসভা পেছানোর সুনির্দিষ্ট কোনও কারণ জানাননি শামীম।     

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিবার্য কারণে জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে।”

নাটোরে জনসভাটি হচ্ছে ২০ দলীয় জোটের উদ্যোগে, যে জোটে জামায়াতে ইসলামীও রয়েছে।

জামায়াতের আমির নিজামীর যুদ্ধাপরাধের মামলার রায় বুধবার হবে বলে মঙ্গলবার সকালে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর রাতে খালেদার জনসভা পেছানোর কথা জানানো হল।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে খালেদা জিয়া বিভিন্ন জেলায় জনভা করছেন। ইতোমধ্যে জামালপুর ও নীলফামারীতে জনসভা করেছেন তিনি।