একদিন আগেও নির্বাচন হবে না: নাসিম

সংসদের সময় শেষ হওয়ার একদিন আগেও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 12:41 PM
Updated : 28 Oct 2014, 12:41 PM

মঙ্গলবার পাবনায় এক সুধী সমাবেশে তিনি বলেন, নির্বাচনের ট্রেন ঈশ্বরদী থেকে ছেড়ে কমলাপুর চলে গেছে। পাঁচ বছরের আগে ওই ট্রেন ফিরবে না। এখন আর অন্দোলনের হুমকি দিয়ে সংলাপের কথা বলে কোনো লাভ নেই।

“২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। সংলাপ হবে নির্বাচন কমিশনের সাথে, অন্য কারোর সাথে নয়।”

আন্দোলনের নামে মানুষ হত্যা ও দেশে অশান্তি সৃষ্টি না করে নিজের দল গোছানোর পরামর্শ দেন তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে।

বিএনপি নেত্রীকে তিনি ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান। 

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে আজ সামরিক শাসন থাকত দাবি করে নাসিম বলেন, সামরিক শাসন থাকলে সেই ভুল শোধরানো সম্ভব ছিল না, কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে ভুল হলেও সেটা শোধরানো সম্ভব।

জামায়াতের কথায় খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বলে দাবি করেন তিনি।

সভায় বিশেষ অতিথি সংসদ সদস্য শামসুল হক টুকু বলেন, বুধবার মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় হবে। বাংলার মানুষ সর্বোচ্চ রায় প্রত্যাশা করে।

খালেদা জিয়া যুদ্ধাপরাধী নিজামীদের বাঁচানোর জন্যে হরতাল অবরোধ দিয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছেন।

তিনি দেশের মানুষকে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

দুপুরে পাবনা মেডিকেল কলেজ মাঠে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সাংসদ গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এসএম নিয়াজ উদ্দিন, পাবনার সিভিল সার্জন ডা. তাহসিন বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম লাল প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী পাবনা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা আগামী দুই মাসের মধ্যে সমাধানের জন্যে উপস্থিত স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন।