আলালকে রিমান্ডে চায় পুলিশ

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনকে রিমান্ডে চেয়েছে পুলিশ। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 09:00 AM
Updated : 26 Oct 2014, 09:00 AM

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া রোববার আলালসহ গ্রেপ্তার  সাতজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন।

মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা বলে আইনজীবীরা জানিয়েছেন।

ফাইল ছবি

শনিবার সকালে আলালসহ ৬৩ জনকে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, “লালমাটিয়ার ওই বাসার আন্ডারগ্রাউন্ডে তারা বৈঠক করছিলেন। আমাদের কাছে খবর ছিল, রোববারের হরতালে নাশকতা সৃষ্টির জন্য ওই বৈঠকে পরিকল্পনা চলছে। এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই।”

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে করা ওই মামলায় সাবেক সংসদ সদস্য আলালকে প্রধান আসামি করা হয়েছে।