এখন আসলে হরতাল হয় না: মুহিত

নিরাপত্তার জন্য কিছু মানুষের ঘরে অবস্থান করা ছাড়া এখন হরতালের আর কোনো প্রভাব নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 05:01 PM
Updated : 25 Oct 2014, 05:01 PM

তিনি বলেছেন, “হরতালে দেশের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এখন  হরতাল আসলে হয় না। শুধু হরতালের সহিংসতা থেকে বাঁচতে কিছু মানুষ ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকে।”

সকালে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী।

এসময় দেশে বিনিয়োগ বাড়ছে না বলে খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা করেন তিনি।

মুহিত বলেন, “খালেদা জিয়া এ ব্যাপারে খোঁজখবর রাখেন না। তার বক্তব্যের সাথে বাস্তবতার মিল নেই। গত বছরও বিনিয়োগ বেড়েছে।”

মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের বর্তমান অবস্থান প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল।

“বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করতে চেয়েছিল। তারা বলেছিল, নতুন করে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। সেটা আমরা মানিনি।

“এখন কাজ হচ্ছে শুনে তারা বলছে, এটি জলদি হলে ভাল হয়। তাতে প্রমাণ করে আমাদের সিদ্ধান্তই সঠিক ছিল।”

এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।