চট্টগ্রামে গোলাম আযমের গায়েবানা জানাজা

যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের গায়েবানা জানাজা করেছে তার দল জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 01:59 PM
Updated : 24 Oct 2014, 04:27 PM
শুক্রবার নগরীর প্যারেড ময়দানে জুমার নামাজের পর এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নগরীর ভারপ্রাপ্ত আমীর আহছানুল্লাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে অবৈধ সরকার বয়োবৃদ্ধ এ নেতাকে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

“বাংলাদেশসহ সারা বিশ্বে তিনি ছিলেন ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ। শহীদদের পথ ধরে এদেশে একদিন ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে।”

আহছানুল্লাহ বলেন, “সরকার জামায়াত নেতাদের হত্যা করে এদেশ থেকে ইসলাম ‍ও ইসলামী আন্দোলনকে মুছে দিতে পারবে না।”

সমাবেশে গোলাম আযমকে ভাষা আন্দোলনের অন্যতম নেতা, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের রূপকার বলে অভিহিত করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরী, আফসার উদ্দিন চৌধুরী, উত্তর জেলার আমির আমিরুজ্জামান, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর মুহাম্মদ ইছহাক, নগর উত্তর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল আমিন, নগর দক্ষিণ শিবির সভাপতি এম এইচ সোহাইল, নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।

জামায়াতের সাবেক আমির গোলাম আযম বৃহস্পতিবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।