আন্দোলনের জন্য তৈরি থাকতে বললেন খালেদা

আন্দোলনের জন্য বগুড়ার নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে নীলফামারী পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক  বগুড়া ও নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 08:52 AM
Updated : 23 Oct 2014, 09:12 AM

তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বগুড়া সার্কিট হাউজ থেকে খালেদার গাড়িবহর রওনা হয়ে নীলফামারীতে পৌঁছায় বেলা ২টা ৪০ মিনিটে।

স্থানীয় নেতারা এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানান।

শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম দুপুরে নীলফামারী সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে বিকাল ৪টা দিকে জনসভাস্থলে পৌঁছাবেন।”

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন, গুম-খুন-দুর্নীতিসহ সরকারের ‘অপশাসনের’ প্রতিবাদে নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা করছে ২০ দল।

রওনা হওয়ার আগে বগুড়া সার্কিট হাউসে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া স্থানীয় নেতাদের বলেন, “সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যখনই দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমরা আহ্বান করব, তখনই আমাদের ডাকে সারা দিয়ে কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।”

নিজের শ্বশুরবাড়ি বগুড়াকে বিএনপির ‘শক্তিশালী ঘাঁটি’ হিসাবেও উল্লেখ করেন খালেদা। 

স্থানীয় নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহেদ আলম, উপদেষ্টা জানে আলম খোকা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে ছয় বছর পর খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে নীলফামারী বিএনপিতে সাজ সাজ রব চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন নেত্রীর অপেক্ষায় আছি। বেলা ১২টা থেকে মাঠে লোকজন আসা শুরু করেছে।’’

এই সমাবেশে ‘স্মরণকালের সবচেয়ে বেশি’ লোকসমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

জনসভায় যোগ দিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০ দলের শীর্ষ নেতারা বুধবারই নীলফামারীতে এসেছেন।

দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর এই জনসভা হচ্ছে। সর্বশেষ  ২৭ সেপ্টেম্বর জামালপুরে জনসভা করেন বিএনপি চেয়ারপার্সন। 

এর আগে ২০০৮ সালের ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারাভিযানে নীলফামারী শহীদ মিনারে এক পথসভায় বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া।