নীলফামারীর পথে বগুড়ায় খালেদা

নীলফামারীতে জনসভার উদ্দেশ্যে উত্তরাঞ্চল সফরে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়ায় পৌঁছেছেন।

সুমন মাহমুদ খালেদার গাড়িবহর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 11:16 AM
Updated : 22 Oct 2014, 06:58 PM

ঢাকা থেকে বুধবার বিকালে রওনা হয়ে রাত পৌনে ১০টায় বগুড়া পৌঁছান তিনি। স্বামী জিয়াউর রহমানের জেলায় রাত কাটিয়ে সকালে নীলফামারী রওনা হবেন তিনি।    

বৃহস্পতিবার বিকালে নীলফামারীর উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। জনসভার পর ঢাকায় ফিরে আসবেন তিনি।

খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ম্যাডাম আগামীকাল সকাল সাড়ে ১১টায় নীলফামারীর উদ্দেশে রওনা হবেন।”

চেয়ারপারসনের গাড়িবহর রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছালে বিএনপির জেলা নেতারা তাকে অভ্যর্থনা জানান।

ঢাকা থেকে বগুড়া আসার পথে বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান রয়েছেন। বহরের অন্য গাড়িগুলোতে রয়েছেন কেন্দ্রীয় নেতারা।  

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন, গুম-খুন- দুর্নীতিসহ সরকারের অপশাসনের প্রতিবাদে নীলফামারীতে এই জনসভা করতে যাচ্ছে ২০ দল।

এই দাবিতে গণসংযোগের অংশ হিসেব নীলফামারীর এই জনসভা করছেন খালেদা। বিভিন্ন জেলায় জনসভার পর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

নীলফামারী বিএনপিকে জোরদার প্রস্তুতি

ছয় বছর পর খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে নীলফামারী বিএনপিতে সাজ সাজ রব চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জানিয়েছেন।

বৃহস্পতিবারের জনসভার সব প্রস্তুতি সম্পন্ন বলে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

জনসভার আগের দিন জেলা শহরে মিছিলে মিছিলে সরব ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। শহর ছাড়িয়ে গ্রামেও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। খালেদাকে স্বাগত জানিয়ে সড়কজুড়ে নির্মিত হয়েছে শতাধিক তোরণ।

জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান জামান সাংবাদিকদের বলেন, জনসভার মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। জনসভাস্থলের বাইরের মানুষও যেন খালেদা জিয়ার বক্তব্য শুনতে পারেন, সেজন্য ২২৫টি মাইক বসানো হয়েছে।

জনসভা সফল করতে ১৫টি উপ-কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক  আনিছুল আরেফিন।

এর আগে নবম জাতীয় সংসদের প্রচারে ২০০৮ সালের ১৮ ডিসেম্বর নীলফামারী শহীদ মিনারে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।