শেখ হাসিনার সঙ্গে শেখ নীলুর সাক্ষাৎ

গত রোজায় প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বহিষ্কৃত শেখ শওকত হোসেন নীলু দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 04:23 PM
Updated : 20 Oct 2014, 07:08 PM

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ নীলু সোমবার সন্ধ্যায় গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে নীলু গণভবনে এসেছিলেন।”

ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল গোপালগঞ্জের বাসিন্দা শেখ নীলু নেতৃত্বাধীন এনপিপি। কয়েক মাস আগে বিএনপি জোট ছাড়ার পর এনডিএফ নামে নতুন একটি জোট গড়েছেন তিনি।

অন্যদিকে নীলুর দলের একাংশ এনপিপি নামেই বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে।

বহিষ্কৃত হওয়ার পর নীলু অভিযোগ করেন, ২০ দলীয় জোটে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা ছিল না, সব সিদ্ধান্ত বিএনপি ও জামায়াতে ইসলামী চাপিয়ে দিত।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ‘গঠনমূলক’ সমালোচনা করবেন বলেও জানান নীলু।

২০ দলীয় জোটে ভাঙনের জন্য বিএনপি সরকারকে দায়ী করে আসছে। দুদিন আগেও খালেদা জিয়া বলেন, সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দলে ভাঙন ধরানোর চেষ্টা চালিয়ে আসছে।