নৈরাজ্য করলে মানুষ আটকাবে বিএনপিকে: হাছান মাহমুদ

আন্দোলনের নামে বিএনপি ফের নৈরাজ্য করলে বাংলাদেশের মানুষ তাদের ‘ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:00 PM
Updated : 20 Oct 2014, 12:00 PM

সোমবার স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি-বর্তমান সরকারের সফলতাও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান বলেন, রোববার বিএপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের ছাত্রদলের নেতারা অবরুদ্ধ করে রেখেছে।তারা নিজেরা নিজেদের নেতাদের তালাবদ্ধ করে রেখেছে।

“আগামীতে সরকার পতনের আন্দোলনের নামে তারা যদি আবার নৈরাজ্য করে, তবে দেশের মানুষ তাদের ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখবে।”

“যারা নিজেদের ছেলেদের সামলাতে পারে না, তারা আবার দেশকে কিভাবে সামলাবে,” বলেন আওয়ামী লীগ নেতা। 

বিএনপি-ছাত্রদলকে ‘বিষধর সাপ’ আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, “এরা সুযোগ পেলে যে কোনও সময় ছোবল মারতে পারে। তাই দেশের মানুষকে এদের থেকে সাবধান থাকতে হবে।”

সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগর সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এই সভায় সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্না, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।