মান্নান খানের জামিন বাতিলে আবেদন

সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের জামিন বাতিলে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 10:50 AM
Updated : 20 Oct 2014, 10:50 AM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই আবেদন জানানোর পর বিচারক মো. জহুরুল হক আগামী ১৮ নভেম্বর এর ওপর শুনানির দিন রাখেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী কবির হোসাইন। 

এই মামলায় গত ১৩ অক্টোবর মান্নান খানের জামিনের মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিলেন ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক।

কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের এই মামলায় জামিন আবেদন গ্রহণ বা শুনানি নেওয়ার এখতিয়ার হাকিম আদালতের নেই।”

মান্নান খানসহ সাবেক দুই প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের বিরুদ্ধে গত ২১ অগাস্ট রমনা থানায় মামলা করে দুদক।

আবদুল মান্নান খান (ফাইল ছবি)

আওয়ামী লীগ নেতা মান্নান খানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

গত ২৪ অগাস্ট ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মান্নান খান। তার আবেদন মঞ্জুর করে ১৩ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত।

শেখ হাসিনার গত সরকারের প্রতিমন্ত্রী মান্নান খান ঢাকার একটি আসন থেকে দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।