জানুয়ারিতে ১১ মেডিকেলের যাত্রা শুরু: নাসিম

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে ১১টি নতুন সরকারি মেডিকেল কলেজের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 01:05 PM
Updated : 19 Oct 2014, 01:05 PM

রোববার টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ওইদিনই মেডিকেল কলেজগুলোর প্রতিটিতে ৫০ জন করে শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু হবে।

তিনি বলেন, নতুন কোনো মেডিকেল কলেজ যাত্রা শুরু করলে কিছু কিছু অবকাঠামো অসম্পূর্ণ থাকে।

কিন্তু দেশের মানুষের চিকিৎসা সেবায় যাতে আরো চিকিৎসকরা আসেন তার জন্য দেশের মানুষকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

তাই টাঙ্গাইলেও আগামী ১০ জানুয়ারি মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে বলে মন্ত্রী বলেন।

হজ ও ইসলাম ধর্ম সর্ম্পকে বিরূপ মন্তব্যের কারণে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং  আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল ও দেশকে একটি অনাকাংখিত পরিস্থিতি থেকে রক্ষা করেছেন বলেও মনে করেন নাসিম।

এ সময় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভির, পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।