‘সাম্প্রদায়িকতার ক্যান্সারের’ বিরুদ্ধে এক হতে বললেন ইনু

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে ‘রাজনীতি ও সমাজের’ ক্যান্সার হিসাবে চিহ্নিত করে তা নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 09:28 PM
Updated : 17 Oct 2014, 09:28 PM

শুক্রবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ন্যাশনাল ক্যান্সার লিডারশিপ কংগ্রেসে তিনি এ আহ্বান জানান বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, শরীরের ক্যান্সার যেমন মানুষের সুস্থতা কেড়ে নেয়, তেমনি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সমাজ ও রাজনীতিকে অসুস্থ ও কলুষিত করে।

“তাই সকলে মিলে এই সকল ক্যান্সারের বিরুদ্ধে লড়তে হবে।”

জাসদ সভাপতি ইনু বলেন, সরকার ক্যান্সার চিকিৎসার ব্যয় কমিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

নন-কমিউনিবল ডিজিজেস ফোরাম, বাংলাদেশ ক্যান্সার সাপোর্ট গ্রুপ, এমিনেন্স ও ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কাউন্সিল সম্মিলিতভাবে এই জাতীয় কংগ্রেসের আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।