কমিটি নিয়ে বিরোধ, সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

নবগঠিত জেলা ও মহানগর কমিটি নিয়ে বিরোধের জেরে সিলেট নগরীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 12:46 PM
Updated : 17 Oct 2014, 10:44 PM

শুক্রবার বিকালে চৌহাট্টা এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৩০ মাস উপলক্ষে তার সন্ধান দাবিতে মিছিল-সমাবেশ শেষে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের নেতৃত্বে জিন্দাবাজার থেকে চৌহাট্টা যাওয়ার সময় শহীদ মিনারের সামনে হামলা করে প্রতিপক্ষের নেতাকর্মীরা।  

এ সময় চারটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং জহিরুল নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করা হয়।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান বলেন, “ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা ছাত্রদলের চারটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে ও জহিরুল নামের এক কর্মীকে মেরে আহত করেছে।”

অপরদিকে মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন জানান, “সংঘর্ষে আমাদের কেউ আহত হয়নি।”

এর বাইরে কিছু বলতে রাজি হননি তিনি।

কোতোয়ালি থানার উপ-পরিদর্মক (এসআই) বিকাশ দাশ জানান, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং নূরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

১৯ সেপ্টেম্বর দুপুরে এ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।