ব্রাহ্মণবাড়িয়ার পথে খালেদা

জনসভায় যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 06:03 AM
Updated : 23 Sept 2014, 06:03 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। সফরসঙ্গী হিসেবে একই গাড়িতে খালেদার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

স্থানীয় ২০ দলীয় জোটের উদ্যোগে বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হবে।

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, সংসদে সদ্য পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে।

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বিকাল  ৩টায় জনসভায় বক্তব্য দেবেন বলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

জনসভা শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান মারুফ।

৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে খালেদা জিয়ার এটি তৃতীয় জনসভা। এর আগে গত ১ মার্চ রাজবাড়ী ও ২৮ মে মুন্সীগঞ্জের জনসভায় বক্তব্য দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন জনসভার জন্য প্রস্তুত।”

জনসভায় ব্যাপক সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।