প্রধানমন্ত্রীর বিশাল বহরে রাষ্ট্রের অর্থ অপচয়: ফখরুল

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশাল’ বহর নিয়ে যাওয়ার সমালোচনা করে বিএনপি মুখপাত্র ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 01:09 PM
Updated : 22 Sept 2014, 01:09 PM

সোমবার বর্তমান সরকারের মেয়াদে নিজেদের ডাকা প্রথম হরতালের বিকালে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফখরুল বলেন, “অবৈধ অনৈতিক সরকারের প্রধানমন্ত্রী ১৮০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন গেছেন। এতে সম্ভবত নয়জন মন্ত্রী ও তাদের স্ত্রীরাও রয়েছেন। প্রধানমন্ত্রীর আত্বীয়রাও আছেন। বহরে ভুয়া মুক্তিযোদ্ধার সনদপত্রধারী একজন সচিবও রয়েছেন।

ফাইল ছবি

“অতীতে কখনও কোনো প্রধানমন্ত্রী এত বিশাল বহর নিয়ে যায়নি। আমরা মনে করি, রাষ্ট্রের এত অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা নেই। এটা জাতির অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।”

রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৮০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে নিউইর্য়ক গেছেন।

সংবাদ সম্মেলনে জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ‘সফল’ করায় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান ফখরুল।

উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপি জোট এই হরতাল পালন করে।

ফখরুল বলেন, “দলীয় সংসদ, নির্বাচন কমিশন ও প্রশাসন দলীয়করণ করে সরকার দেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ জনপ্রতিনিধিত্বহীন সংসদের কাছে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দিয়ে ষোড়শ সংশোধনী পাস করে একদলীয় শাসনের আয়োজনকে তারা চূড়ান্ত করেছে।”

হরতালে ২৮৩ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।

বিএনপি মুখপাত্র অভিযোগ করেন, “ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় পুলিশ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কর্মীদের থানায় ধরে নিয়ে পায়ে গুলি করেছে। আমরা এসব হীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।”

সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।