মেহেন্দিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান আ.লীগের মুনসুর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা মুনসুর আহম্মেদ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 09:03 AM
Updated : 22 Sept 2014, 09:03 AM

রোববার রাত ১টার দিকে তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার।

দোয়াত-কলম প্রতীক নিয়ে মুনসুর পেয়েছেন এক লাখ নয় হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মেজর (অব.) নাসির উদ্দিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৬৭ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে এক লাখ সাত হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগসমর্থিত প্রার্থী খোরশেদ আলম ভুলু। নয় হাজার ৩৯৩ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন আব্দুল জব্বার কানন।

নারী ভাইস চেয়ারম্যান পদে এক লাখ আটক হাজার ৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগসমর্থিত প্রার্থী রওমান বিনতে শফিকুল ইসলাম। এ পদে পাঁচ হাজার ৫৬৭ ভোট পেয়ে নিকটতম হয়েছেন বিএনপি সমর্থিত মুনমুন আক্তার।

রোববার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। উপজেলার ১৩টি ইউনিয়নে মোট এক লাখ ৮৫ হাজার ৫৭৯ জন ভোটার ছিলেন।

সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় সারাদেশে একযোগে উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে মেহেন্দীগঞ্জে নির্বাচনের কোন তফসিল ঘোষণা করা হয়নি। অবশেষে চলতি মাসের প্রথম দিকে এ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।