হরতালে বিশৃঙ্খলা দমনে সরকার কঠোর: মুহিত

বিএনপি হরতালে বিশৃঙ্খলা করলে সরকার কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 05:38 PM
Updated : 21 Sept 2014, 05:38 PM

রোববার সন্ধ্যায় সিলেটে নিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে একথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, জামায়াতকে অনুকরণ করে ২০ দলীয় জোট হরতাল দিয়েছে। এটা কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত।

“বিএনপি জামাতের ‘বি’ টিম। হরতালে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করবে সরকার।”

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এটি সরকারের গণতান্ত্রিক সিদ্ধান্ত। এর বিরোধীতাকারীরা আইয়ুব খানের অনুসারী।

এর আগে সিলেট ল’ কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে মামলা-মোকদ্দমা বেশি হয় জমি নিয়ে। শতকরা ৭৫ ভাগ মামলাই জমি সংক্রান্ত। এ নিয়ে ফৌজদারি অনেক মামলাও হয়।

“বর্তমান সরকার যেভাবে সবকিছু ডিজিটালাইজড করছে, দশ বছর পর জমি সংক্রান্ত কোনো মামলা আর হবে না। দেশ থেকে মামলা মোকদ্দমা দূর হয়ে যাবে।”

ল’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সুয়েব আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভুঁইয়া, সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন ও সাবেক সচিব ড. একে মুবিন।