হরতালের আগে ধরপাকড়, দাবি ফখরুলের

সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপির হরতাল বানচাল করতে সরকার সারাদেশে ‘গ্রেপ্তার অভিযান’ চালাচ্ছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:27 PM
Updated : 21 Sept 2014, 01:27 PM

সংসদকে উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

ফাইল ছবি

রোববার বিকালে এক বিবৃতিতে ফখরুল বলেন, “২০ দলীয় জোটের ডাকা শান্তিপূর্ণ হরতাল বানচাল করতে সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। তল্লাশির নামে বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন-নিপীড়ন-হয়রানি করা হচ্ছে।”

গ্রেপ্তারদের মুক্তিও দাবি করেন তিনি।

বিবৃতিতে হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মুখপাত্র বলেন, “কেবলমাত্র আদালতের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে সংসদে বিচারপতিদের অভিশংসন আইন পাস করা হয়েছে। আর এই আইনের দ্বারা দেশের প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর বিচার বিভাগের ওপর খবরদারি করার গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে।”

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে গ্রেপ্তারদের নাম উল্লেখ করে তাদের মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রোববার বাগেরহাটে বিএনপি নেতা আজাহার মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইউল শেখসহ ৫ জন, খুলনার ফুলতলা উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ ভূঁইয়া, চালনা কলেজ ছাত্রদল সভাপতি জি এম সুমনসহ ৬ জন, মাগুরার নেতা বাচ্চু শেখ, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, তুষার আহমেদ, মনিরুল ইসলাম, মো. মোস্তফা, তোরাব আলীসহ ১১ জন, নোয়াখালীর ছাত্রদল নেতা হারুন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. মাসুদ, ফারুক আহমেদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন আহমেদ, নরসিংদীর মনোহরদী উপজেলার সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন শাহজাহান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি সাদেকুর রহমানসহ ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা উল্লেখ রয়েছে বিবৃতিতে।