কুনমিংয়ে সেমিনারে বিএনপির প্রতিনিধি দল

কুনমিংয়ে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে এক সেমিনারে অংশ নিল চীন সফররত বিএনপির প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 07:29 PM
Updated : 18 Sept 2014, 07:29 PM

বাংলাদেশ,চীন,ভারত ও মিয়ানমারকে সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করা নিয়ে এই সেমিনারটি ইউনান প্রদেশের রাজধানীর কাই ওয়াহ প্লাজা হোটেলে হয় বলে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেমিনারে ভারতের কলকাতা থেকে যশোর-ঢাকা হয়ে আসামের শিলচরে দিয়ে মিয়ানমারের মান্দালয় হয়ে চীনের কুনমিং পর্যন্ত একটি সড়ক যোগাযোগ রুটের খসড়া পরিকল্পনা উপস্থাপন করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের প্রতিনিধিদল বুধবার কুনমিং পৌঁছায়।

সেমিনারে বিএনপির প্রতিনিধি দলের সদস্য মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।

সেমিনারের পর বিকালে প্রতিনিধি দলকে কুনমিং সিটির ইকোপার্ক পরিদর্শন করেন। সন্ধ্যায় চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করেন তারা।

বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হারুন আল রশীদ, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, শ্যামা ওবায়েদ, সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রতিনিধি দলের প্রধান মঈন খানের সঙ্গে তার স্ত্রী খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুখসেনা খন্দকারও রয়েছেন।

নয় দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ফিরে আসার কথা রয়েছে।