সংসদে এরশাদের মাইক বিভ্রাট

সংবিধান সংশোধন বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব উত্থাপনের সময় শব্দ বিভ্রাটে পড়লেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 04:09 PM
Updated : 17 Sept 2014, 04:09 PM

বুধবার রাতে এরশাদের বক্তব্য রাখার সময় হঠাৎ করে বিকট শব্দ করে সংসদের মাইক বন্ধ হয়ে যায়।

এসময় অনেক সংসদ সদস্যই আঁতকে ওঠেন, দুই-এক জনকে উঠে দাঁড়াতেও দেখা যায়। তখন বক্তব্য থামিয়ে দাঁড়িয়ে থাকেন এরশাদ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক তোড়জোর শুরু করলেও মাইকে শব্দ আসছিল না। শব্দযন্ত্র ঠিক করার সময় আরো দুই দফা বিকট শব্দ হয়।

এসময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, “শব্দযন্ত্রে ক্রটি হয়েছে, ঠিক করা হচ্ছে।”

তখনও দাঁড়িয়ে ছিলেন এরশাদ। এর কিছুক্ষণ পর বক্তব্য শুরু করেন এরশাদ। কিন্তু তা অধিবেশন কক্ষের মাইকে শোনা যাচ্ছিল না।

তবে সংসদ সদস্যরা হেডফোন ব্যবহার করে এরশাদের বক্তব্য শুনতে পান এবং টেবিল চাপড়ে তা সমর্থনও করেন।

এরশাদ বক্তব্য শেষ করার পরেও শব্দযন্ত্র ঠিক করা সম্ভব হয়নি। এরশাদের বক্তব্য শেষে বিরোধী দলের নেতা রওশন এরশাদের বক্তব্যের অধিকাংশ অংশই অধিবেশন কক্ষের মাইকে শোনা যায়নি।

প্রায় ১০ মিনিট বিকল থেকে রওশন এরশাদের বক্তব্যের শেষ দিকে এসে ঠিক হয় সংসদের শব্দযন্ত্র।