চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নয় দিনের সফরে চীন গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 10:39 AM
Updated : 17 Sept 2014, 10:39 AM

বুধবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বিএনপি প্রতিনিধি দল চীনের কুনমিং রওনা হয়।

এর আগে প্রতিনিধি দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা চীন যাচ্ছি। চীনের কুনমিং, সাংহাই ও বেইজিংসহ কয়েকটি জায়গায় যাব।”

চীনের গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়নসহ তাদের নেওয়া নানা কার্যক্রম পরিদর্শন করবেন বিএনপি নেতারা। চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠকও করবেন তারা।

এছাড়া দুটি সেমিনার ও কমিউনিস্ট পার্টির কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রমেও বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেবেন বলে জানান গয়েশ্বর।

২৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, যশোর বিএনপির সভাপতি এ এস এ সাঈদ সাবু।

এছাড়া প্রতিনিধি দলের নেতা আবদুল মঈন খানের সঙ্গে তার স্ত্রী খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুখসানা খন্দকারও রয়েছেন।