হানিফকে তারেকের নোটিস

আল কায়দা সংশ্লিষ্টতার অভিযোগ তোলায় আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফকে আইনি নোটিস পাঠিয়েছেন খালেদা জিয়ার ছেলে  তারেক রহমান।    

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 09:05 AM
Updated : 16 Sept 2014, 09:05 AM

এই নোটিসে বাংলাদেশে  আল কায়দার কার্যক্রম পরিচালনায় তারেক রহমানের ইন্ধন থাকতে পারে বলে আওয়ামী লীগ নেতার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

লন্ডনে অবস্থানরত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে ডাকযোগে মঙ্গলবার এই নোটিস পাঠান।

নোটিসে বলা হয়, “দুই সপ্তাহের মধ্যে যথাযথ ব্যাখ্যা না দিলে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

নোটিস পাঠানোর পর তারেকের আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার দৌলতপুরে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওই কথা বলেন।

সম্প্রতি আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি এক ভিডিও টেপে বাংলাদেশে সংগঠনের বিস্তৃতি ঘটানোর কথা বলেন। 

এরপর হানিফ গত ৫ সেপ্টেম্বর বিএনপি নেতা তারেককে জড়িয়ে ওই বক্তব্য দেন বলে এর প্রমাণ হিসেবে ৬ সেপ্টেম্বরের সমকাল, ইনকিলাব, জনকণ্ঠসহ বেশ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের আগে আরেক বক্তব্যের জন্য প্রচার সম্পাদক হাছান মাহমুদকেও আইনি নোটিস পাঠিয়েছিলেন তারেক।