বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে সমঝোতা নয়: নাসিম

বঙ্গবন্ধু হত্যাকারীদের ছাড় না দেয়ার পক্ষে অবস্থান জানিয়ে আগামীতে নির্বাচনে ‘অশুভ’ শক্তির সঙ্গে কোনো ধরনের সমাঝোতার সম্ভাবনা নাকচ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 03:41 PM
Updated : 2 Sept 2014, 03:41 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যারা জাতির পিতা হত্যায় জড়িত তাদের সঙ্গে আগামী ১০০ বছরেও সমঝোতা হবার কোনো সম্ভাবনা নেই। কেবল ভোটের জন্য কোনো অশুভ শক্তির সঙ্গে আপস করব না।

“২০১৯ সালের আগে দেশে কোনো সংসদ নির্বাচন হবার সম্ভাবনা নেই। সংবিধান মেনেই এদেশে সব হবে।”

‘দশম জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হত’ বলেও দাবি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

গুম-হত্যা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, “একবার আয়নায় নিজেদের চেহারাটা দেখুন। কিভাবে ক্ষমতায় এসেছিলেন, কয়েক হাজার সেনাকর্মকর্তাকে হত্যা করে কোনো বিচার করেননি। দিনের পর দিন কার্ফ্যু জারি করে রেখেছিলেন।”

সভায় আরো অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাবেক সংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, বিএসএমএমইউ’র উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।