বন্যা: ত্রাণ বিতরণে বিএনপির সাত দল

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণের জন্য জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে সাতটি দল গঠন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 12:20 PM
Updated : 2 Sept 2014, 12:20 PM
মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বগুড়ায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুরে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, গাইবান্ধায় চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, কুড়িগ্রামে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং লালমনিহাটে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী ত্রাণ দলের নেতৃত্ব দেবেন।

বন্যাকবলিত মানুষদের জন্য সরকারি ত্রাণ তৎপরতার ‘অপ্রতুলতায়’ ক্ষোভ প্রকাশ করে গত সোমবার দল ও জোটের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এক বিবৃতিতে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যাদুর্গত মানুষের দুর্দশায় উদ্বেগও প্রকাশ করেন তিনি।