সিরাজগঞ্জে বিএনপি-শিবিরের ৬ নেতাকর্মী কারাগারে

নাশকতাসহ বিভিন্ন অভিযোগের মামলায় সিরাজগঞ্জে বিএনপি ও  ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 08:42 AM
Updated : 2 Sept 2014, 08:42 AM

মঙ্গলবার সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম কহিনুর আরজুমানের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এরা হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, সদর উপজেলার যুবদল কর্মী আমিনুল ইসলাম এবং একই এলাকার শিবিরের সাথী আব্দুল আলিম।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়া অভিযোগে এক মামলায় মঙ্গলবার অমর কৃষ্ণ দাস ও যুবদলকর্মী আমিনুল ইসলামকে এবং সোমবার রাতে শিবিরের সাথী আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই ধরনের মামলায় সাইদুর রহমান বাচ্চু, আল আমিন খান ও তৌহিদুল আলম আদালতে হাজির হয়ে জামিন আবেদনের করলে বিচারক তা নাকচ করে তাদের কারগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।