প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রা-সমাবেশ

দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 12:30 PM
Updated : 1 Sept 2014, 12:30 PM

সোমবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে তা ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়।

এরপর বিএনপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রাঙ্গুনিয়ায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেন।

দুপুরে নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, “দেশের সীমানার মধ্যে জাতি, ধর্ম নির্বিশেষে সকলে একতাবদ্ধ হয়ে বাস করার চেতনাকে ধারণ করে জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের সূচনা করেছিলেন।”

বিএনপি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবীর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।