তারেকের নামে রক্ত ঠাণ্ডা হয়ে যায়: এরশাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম শুনলে মানুষের ‘রক্ত ঠাণ্ডা হয়ে’ যায়- বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:23 AM
Updated : 1 Sept 2014, 12:09 PM

সোমবার দুপুরে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলনে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, এখন বিএনপি ও আওয়ামী লীগকে মানুষ চায় না। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক সাহেব হবেন প্রধানমন্ত্রী। তারেক সাহেব প্রধানমন্ত্রী হলে কী হবে, হাওয়া ভবন হবে, দ্বৈত শাসন হবে, ঘুষ-দুর্নীতি হবে, বোমাবাজি হবে, মানুষ মারা হবে।

“মানুষ তার ভয়ে অস্থির। মানুষের রক্ত ঠাণ্ডা হয়ে যায় তারেকের কথা শুনলে।”

সাবেক এই সেনা শাসক বলেন, প্রতিদিন খবরের কাগজ খুলেই গুম আর খুন, রক্ত আর রক্ত। মহিলা কাঁদে, শিশুরা কাঁদে।

এরশাদের দাবি, জাতীয় পার্টির সময় গুম, খুন ছিল না। তখন সুশাসন ছিল, প্রশাসন ছিল।

এরশাদ বলেন, গণতন্ত্র অর্থ নির্বাচন নয়, গণতন্ত্র অর্থ সুশাসন। মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে ঘুমাতে চায়, ভালোভাবে বাস করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়। কিন্তু এখন সে সুবিধা নেই।

“এখন সব জায়গায় দলীয়করণ। এখন সুশাসন নাই, অপরাধ করলে শাস্তি নাই, বিচার নাই। ফলে অপরাধী পর্যাক্রমে বৃদ্ধি পাচ্ছে। অপরাধ বাড়ছে দিনের পর দিন। একটাও বিচার নাই। বিচার ব্যবস্থা আজ ভেঙে পড়েছে।”

মহানগর জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।