‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমুর

বাংলাদেশের অগ্রগতিতে ‘প্রতিবন্ধকতা’র মাধ্যমে যারা ‘ষড়যন্ত্র’ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 03:44 PM
Updated : 27 August 2014, 03:44 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তিনি।

আমু বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তি দেশকে হাজারো বছর পিছিয়ে দিতে চেয়েছিল। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।

“দেশে প্রবৃদ্ধি বেড়েছে। পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে।”

তারপরও ‘পরাজিত শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’ অভিযোগ করে শিল্পমন্ত্রী বলেন, “দেশের উন্নতি আর অগ্রযাত্রা অনেকে বাধাগ্রস্ত করতে চাইছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সবাইকে।”

শোক সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।