তারেক কুলাঙ্গার শিরোমণি: মেনন

পঁচাত্তরের ভূমিকা নিয়ে তারেক রহমানের বক্তব্য উড়িয়ে দিয়ে তাকে ‘কুলাঙ্গার শিরোমণি’ আখ্যায়িত করেছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 11:30 AM
Updated : 26 August 2014, 05:04 PM

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে কুলাঙ্গার শিরোমণি হচ্ছেন তারেক জিয়া। জোট সরকারের আমলে হাওয়া ভবনকে কেন্দ্র করে দেশের তারুণ্যকে দুর্নীতির মধ্যে নিমজ্জিত করেছিলেন তিনি। তারুণ্যের নৈতিকতাবোধ ও সংগ্রামী চেতনাকে ধ্বংসের জন্য তিনিই দায়ী।”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রোববার লন্ডনে এক আলোচনায় আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারদের দল’ এবং শেখ হাসিনাকে ‘কুলাঙ্গারদের নেত্রী’ আখ্যায়িত করেন।

তারেক দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বঙ্গভবনে খন্দকার মোশতাক আহমেদের শপথ অনুষ্ঠানে কর্নেল তাহের, জাসদের এখনকার সভাপতি হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন।

তারেকের বক্তব্যের জবাব দিতেই সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন মেনন। 

তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক সরকারের শপথের সময় আমি ঢাকায় আত্মরক্ষায় ব্যস্ত ছিলাম। রেডিওতে শপথ নেয়ার কথা জেনেছি।”

তারেক হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি ‘ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন’ মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, নির্বাচনের বাস ‘মিস’ করে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে।

“সাধারণত তারেক রহমানের বক্তব্য গুরুত্বের সঙ্গে নেই না। আমি বলে আসছি, রাজনীতিতে সে অর্বাচীনের মতো আচরণ করে চলেছে।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ২১ অগাস্টসহ বিভিন্ন হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের ‘রহস্য উন্মোচিত হওয়ায়’ বিএনপি নেতারা ‘পাগল হয়ে নতুন নতুন ‘তত্ত্ব’ আবিষ্কার করে চলেছেন বলেও মন্তব্য করেন মেনন।