আমার দলে আসুন: বিএনপিকে এরশাদ

একই প্রক্রিয়ায় গঠিত বিএনপিকে বর্তমান অবস্থায় জাতীয় পার্টিতে মিশে যাওয়ার আহ্বান জানালেন এইচ এম এরশাদ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 05:49 PM
Updated : 24 August 2014, 04:50 AM

“আপনারা জামায়াত ছাড়েন, আমার দলে আসেন। আমরাই প্রকৃত জাতীয়তাবাদী দল,”  বিএনপিকে উদ্দেশ করে শনিবার ফেনীতে এক সমাবেশে একথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পর যেভাবে বিএনপি গঠন করেছিলেন তার কয়েক বছরের মধ্যে জেনারেল এরশাদও রাষ্ট্রক্ষমতা দখল করে জাতীয় পার্টি গঠন করেন।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।

“একটি দল প্রতিনিয়ত আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের ঘরে-বাইরে কোথাও আন্দোলন করতে দেখি না। তাদের আন্দোলন করার শক্তি নেই, মাজায় জোর নেই।”

এক্ষেত্রে নিজের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ৬ বছর কারাগারে ছিলাম, মামলা ছিল ৭৪টি। কিন্তু কখনো রাজপথ ছাড়িনি।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বহুল আলোচিত ‘হাওয়া ভবন’ নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান।

“হাওয়া ভবন করে টাকা আদায় করে তারা বিদেশ পাঠিয়েছে।”

এই প্রসঙ্গ তুলে আবার সরকারের সমালোচনাও করেন বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

“যারা হওয়া ভবন করেছে, তাদের খাওয়া নেই। দুঃখের বিষয়, এই সরকারের আমলে সব দপ্তরে হাওয়া ভবন সৃষ্টি হয়েছে।”

‘দলীয়করণের’ কারণে সরকার অচল হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

ফেনী শহরের মিজান ময়দানে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সরকারের সমালোচনা করে এরশাদের এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানও।

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদও অনুষ্ঠানে ছিলেন।

সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আলাউদ্দিন দলীয় চেয়ারম্যান এরশাদের হাতে উপহার হিসেবে একটি স্বর্ণের চাবি তুলে দেন।

সম্মেলনে মোশারফ হোসেন ভূঞাকে সভাপতি এবং কে বি এম জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির নতুন জেলা কমিটি গঠন করা হয়। তারা দুজনই আগের কমিটিতে একই পদে ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

১৯৯০ এর গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ দাবি করেন, তার শাসনামলে বাংলাদেশ ভালো চলছিল।

“আমাদের সময় র‌্যাব ছিল না, ক্রসফায়ার ছিল না। এখন র‌্যাব আছে, ক্রসফায়ার আছে। আমরা র‌্যাব ও গডফাদার সৃষ্টি করিনি।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় বলেও দাবি করেন এরশাদ।