২০ দলের সভায় ১২ দলই নেই

রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয় সভায় ১২ দলই অনুপস্থিত ছিল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 04:06 PM
Updated : 23 August 2014, 04:06 PM

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় অংশ নেয়া ৮টি দল হলো বিএনপি, জামায়াতে ইসলামী, জাগপা, এলডিপি, এনডিপি, ইসলামী ঐক্যজোট, ডেমোক্রেটিক লীগ ও খেলাফতে মসলিস।

এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু জানান, নগরীতে ১২ দলের পক্ষে গুরুত্বপূর্ণ কোনো নেতা উপস্থিত না থাকায় সভায় আসা সম্ভব হয়নি।

সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কণ্ঠ রোধ করার জন্য সরকার র‌্যাব-পুলিশকে ব্যবহার করছে, সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য সম্প্রচার নীতিমালা করা হয়েছে।

রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।