দিনকালের অনলাইন সংস্করণ উদ্বোধন করলেন খালেদা

বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের অনলাইন সংস্করণ উদ্বোধন করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 04:53 PM
Updated : 18 August 2014, 04:59 PM

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ল্যাপটপে বোতাম টিপে তিনি পত্রিকাটির ইন্টারনেট সংস্করণের কার্যক্রম চালু করেন।

এর মাধ্যমে দল ও দেশের বিভিন্ন সংবাদ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীরা পড়তে পারবেন  বলে আশা প্রকাশ করেন খালেদা।

অনুষ্ঠানের শুরুতে দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী স্বাগত বক্তব্য রাখেন।

দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক ও খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পত্রিকাটির প্রধান নির্বাহী শরীফুল আলম, পরিচালনা পরিষদের সদস্য কায়সার কামাল, মাহমুদ হাসান খান ও দিনকাল অনলাইনের প্রধান সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ইন্টারনেটে দিনকালঅনলাইন ডটনেট- ঠিকানায় পত্রিকাটি পাওয়া যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খানও উপস্থিত ছিলেন।