১২ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

কালো পতাকা মিছিলের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্যও বিএনপি নেতৃত্বাধীন ১০ দলীয় জোটকে ১২টি শর্ত বেঁধে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 04:52 PM
Updated : 18 August 2014, 05:01 PM

ঘোষিত এই সমাবেশের আগের দিন সোমবার তাদের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপিকে ১২ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।”

শর্তগুলো মধ্যে রয়েছে- সমাবেশের শুরুর দুই ঘণ্টার চেয়ে বেশি সময় আগে সমাবেশস্থলে আসা যাবে না এবং বিকাল ৬টার মধ্যে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

কোনো ধরনের লাঠি-সোঁঠা, ব্যানার ও ফেস্টুন আনা যাবে না, মিছিল করে সমাবেশস্থলে আসা যাবে না।

মাইক সমাবেশস্থলে বাইরে লাগানো যাবে না এবং যানজট সৃষ্টি করা যাবে না।

“শর্তগুলো পূরণ করা না হলে সাথে সাথে সমাবেশ বাতিল করা হবে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোট গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবোদে শনিবার গণমিছিল করেছিল।

জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের প্রতিবাদে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় তারা।

সোমবার দুপুরে পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়ার কথা সাংবাদিকদের জানান বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগ নেতারা নির্দলীয় সরকারের দাবি নাকচ করলেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেয়া হবে না বলে জানিয়ে আসছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টার এই সমাবেশের পাশাপাশি সারাদেশে জেলা ও মহানগরে মিছিল ও সমাবেশ করবে ২০ দলীয় জোট।

রিজভী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপিসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।