বাবলুর কুশপুতুল পুড়িয়ে বহিষ্কৃত হলেন সোলায়মান

মহাসচিবের বিরুদ্ধে অবস্থান নেয়ায় দল থেকেই বহিষ্কৃত হলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 11:23 AM
Updated : 28 July 2014, 11:23 AM

দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সোমবার সোলায়মান শেঠকে দল থেকে বহিষ্কারের এই আদেশ দেন।

এরশাদের সই করা এক চিঠিতে বলা হয়, “আপনি পার্টির শৃঙ্খলা লংঘন করে পার্টির মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং আপনার নেতৃত্বে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

“আপনাকে জাতীয়পার্টির প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টির সাবেক মহাসচিব রহুল আমিন হাওলাদারের সমর্থক হিসাবে পরিচিত।

গত জানুয়ারির নির্বাচনের পর হাওলাদারকে সরিয়ে রওশন এরশাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এরপর গত ৫ জুন সোলায়মান শেঠের নেতৃত্বাধীন চট্টগ্রাম নগর কমিটি ভেঙে দিয়ে দলের ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হয়।

কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সোলায়মান শেঠ গত শনিবার নিজেকে সভাপতি দাবি করে চট্টগ্রামের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতারের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি মহাসচিব বাবলুকে বেশি ‘বাড়াবাড়ি’ না করার আহ্বান জানান এবং তা না হলে তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেন।

ইফতারের পর সোলায়মানের সমর্থকরা ওই হোটেলের সামনে বাবলুর কুশপুত্তলিকাও পোড়ায়।

এরশাদের চিঠিতে বলা হয়, “এ ধরনের আচরণ পার্টির শৃঙ্খলার সরাসরি লঙ্ঘন এবং পার্টি চেয়ারম্যানের এক্তিয়ারকে সরাসরি চ্যালেঞ্জ করার সামিল।”