জাপার আশীর্বাদেই আ. লীগ সব সময় ক্ষমতায়: বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেছেন, তার দলের সমর্থন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে না।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 03:22 PM
Updated : 27 July 2014, 04:11 PM

চট্টগ্রামের এই সংসদ সদস্য রোববার এই এলাকার জাতীয় পার্টির এক সভায় বলেন,“আমাদের আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়েই আওয়ামী লীগ সব সময় ক্ষমতায় এসেছে। জাতীয় পার্টি ছাড়া ১৯৯৬ ও ২০০৮ সালে সরকার গঠন হতো না।”

সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাবলু।

বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বলেও দাবি করেন তিনি।

জাপা মহাসচিব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি না গেলে বাংলাদেশে কোনো নির্বাচন হত না, বরং একটি অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত।

“গণতান্তিক প্রক্রিয়া অব্যাহত রাখতে, দেশ ও জনগণের স্বার্থেই ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে এবং আওয়ামী লীগ সরকার গঠন করেছে।”

তবে আগামী নির্বাচনে সংসদের তিনশটি আসনের প্রত্যেকটিতে জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানান তিনি।

জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করছে দাবি করে বাবলু বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে, দুর্নীতি দুঃশাসন বন্ধ না হলে শুধু ফ্লাইওভার করে গণতন্ত্র হবে না।”

পাশাপাশি বিএনপির ‘জ্বালাও পোড়াও’ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, “পাঁচ বছরের জন্য জনগণই এ সরকারকে ম্যান্ডেট দিয়েছে।”

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিরাজুর ইসলামসহ স্থানীয় নেতারা।