মির্জা আব্বাসের নাম আমিই বলেছি: খোকা

ঢাকা মহানগর বিএনপির বিদায়ী কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মির্জা আব্বাসের নাম তিনিই প্রস্তাব করেছিলেন।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 11:52 AM
Updated : 24 July 2014, 11:52 AM

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে খোকাকে উদ্ধৃত করে একথা বলা হয়।

খোকা যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় গত শুক্রবার ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন হয়, যাতে আহ্বায়কের দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন সংগঠনে ব্যর্থতার অভিযোগের মধ্যে ঢাকা কমিটি পুনর্গঠন করেন খালেদা জিয়া।

নতুন আহ্বায়ক মির্জা আব্বাসের সঙ্গে কেন্দ্রীয় সহসভাপতি খোকার দ্বন্দ্বের খবর ব্যাপক আলোচিত, যদিও তাদের দুজনেরই দাবি, তাদের মধ্যে কোনো বিরোধ নেই।  

নতুন কমিটির বিষয়ে খোকা ঠিকানা’কে বলেন, “কমিটি নিয়ে একাধিকবার কথা হয়েছে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে। কমিটি গঠনের পরও কথা হয়েছে। আমার পরামর্শ আমি দিয়েছি ম্যাডামকে।”

নতুন কমিটি নিয়ে খোকা অসন্তুষ্ট বলে বিভিন্ন সংবাদপত্রে খবর এলেও তা সঠিক নয় বলে ঠিকানা’কে বলেছেন খোকা।

তবে কমিটি পুনর্গঠনের পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনের জন্য বিএনপিতে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

কমিটি গঠনের বিষয়ে খোকা অন্য কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা হলেও তিনি এড়িয়ে যান। এবার যুক্তরাষ্ট্রে এসে দলীয় কোনো কর্মসূচিতেও অংশ নেননি তিনি।

নিউ ইয়র্ক পৌঁছনোর পর বিমানবন্দরে সাদেক হোসেন খোকা (ফাইল ছবি)

গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আসা খোকা কিডনি সংক্রান্ত জটিলতার চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসা চলছে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি হাসপাতালে।

খোকা ঠিকানা’কে বলেন, ২০১২ সালের জুন মাসে তার বাম কিডনিতে টিউমার ধরা পড়ায় সিঙ্গাপুরে অস্ত্রোপচার করেছিলেন।

“সেই টিউমারের জার্ম আবারো দেখা দেয়। ডাক্তারের পরামর্শে সেই টিউমারের চিকিৎসায় সিঙ্গাপুরে না গিয়ে এখানে এসেছি।”

চিকিৎসায় উন্নতি হচ্ছে জানিয়ে খোকা বলেন, ২৭ জুলাই চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থাপত্র দেবেন।