ফখরুলকে চিকিৎসক দেখাতে বললেন ‘অর্বাচীন’ হাছান

ইসরায়েলের সঙ্গে বিএনপির সম্পর্কের কোনো কথা বলেননি জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ভুল খবরের ভিত্তিতে তার ওপর ‘আক্রমণ’ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:40 AM
Updated : 23 July 2014, 10:40 AM

গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার জন্য দায়ী ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে- হাছান মাহমুদ একথা বলেছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে।

তার ওপর ভিত্তি করে মঙ্গলবার এক আলোচনা সভায় ফখরুল বলেন, “তিনি বলেছেন, প্যালেস্টানিদের ওপর হামলাতেও না কি বিএনপির হাত রয়েছে। এই বক্তব্য বদ্ধ উন্মাদ ছাড়া কেউ দিতে পারে না। অর্বাচীন বালকের মতো তারা কথা বলছেন।”

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

তার ওই কথার জবাবে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ভুল খবরের ওপর ভিত্তি করে আমাকে যেভাবে আক্রমণ করেছেন, সে কারণে তাকে চিকিৎসক দেখানো উচিত।”

গাজায় ইসরায়েলি বাহিনীর ১৪ দিনের অভিযানে ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু।

আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ইসরায়েলি এই অভিযানের নিন্দা জানিয়েছে।

ফখরুল মঙ্গলবারের সভায় আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ভিন্নমত দলনে বাংলাদেশেও ইসরায়েলের মতো আচরণ করছে সরকার।