গাজা নিয়ে যারা নীরব, তাদের নিন্দায় এরশাদ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি যারা এই গণহত্যা নিয়ে নীরব রয়েছেন, তাদেরও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 12:19 PM
Updated : 22 July 2014, 12:19 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “গাজায় নির্বিচারে নারী-শিশুসহ যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে, তার নিন্দার ভাষা নেই। ইসরাইল বর্বরোচিত ও ন্যক্কারজনকভাবে মানুষ হত্যা করে চলছে, অথচ পশ্চিমা বিশ্ব নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে।”

অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরাইলের ওপর কঠোর চাপ প্রয়োগ করতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

গাজায় গত ১৪ দিন ধরে ইসরায়েলের অভিযানে পাঁচ শতাধিক ফিলিস্তিনি মারা গেছে, যার অধিকাংশই নারী ও শিশু।

বাংলাদেশ সরকার গাজায় এই হামলার নিন্দা জানিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও প্রতিবাদ জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, “ইসরাইলগাজা এলাকায় যেভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করে যাচ্ছে, তা সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে। এই হামলায় মৃত সন্তানকে বুকে নিয়ে স্বজনদের আহাজারি মানবতাকেই ধিক্কার দিচ্ছে।

“অথচ যারা মানবাধিকারের কথা বলেন, এইসব সভ্য জাতি আজ নীরব ভূমিকা পালন করছে। আমি এই নীরবতারও নিন্দা জানাই।”

বিবৃতিতে গোটা বিশ্বকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং ইসরাইলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।