মহানবীর রওজায় খালেদা

ছেলে তারেক রহমানকে নিয়ে মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 01:51 PM
Updated : 1 Sept 2014, 12:46 PM

তারাবিহ নামাজের পর সোমবার প্রথম প্রহরে তিনি সফরসঙ্গীদের নিয়ে মহানবীর রওজা জিয়ারতে যান।

সেখানে খালেদা দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

ওমরাহ পালনের উদ্দেশ্যে রোববার সৌদি আরব পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। প্রথমেই তিনি মদিনায় যান।

মদিনায় রোববার মসজিদে নববিতে প্রবাসের বিএনপি নেতা-কর্মীদের নিয়ে তারেক রহমান ইফতার করেন।

ওমরাহ পালনে লন্ডন থেকে দুবাইয়ে গিয়ে মায়ের সঙ্গে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক। তার সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও রয়েছেন।

বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন খালেদার বড় ছেলে তারেক। মুদ্রা পাচার মামলায় দণ্ড নিয়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোও রয়েছেন বিদেশে।  

মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ পরিবারের সদস্যরা আজ (সোমবার) সারাদিন মসজিদে নববিতে নিবিড় এবাদত বন্দেগিতে বসেন। ফজর, জোহর, আসরের নামাজ মসজিদেই আদায় করেন তারা।”

মঙ্গলবার সকালে খালেদা সফরসঙ্গদের নিয়ে বিমানে মদিনা থেকে জেদ্দা যাবেন। সেখান থেকে সড়ক পথে মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন তিনি।

শবে কদরে মসজিদুল হারামে এবাদত করবেন বিএনপি চেয়ারপারসন।

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা সেখানে অবস্থান করছেন।

খালেদার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ নুরু, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী প্রমুখ।

ওমরাহ পালন শেষে ঈদুল ফিতরের আগে ২৬ জুলাই খালেদা দেশে ফিরবেন।