জিয়াকে নিয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন খালেদার

প্রয়াত স্বামী জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 05:32 PM
Updated : 24 April 2014, 11:55 PM

‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার জিয়াউর রহমান বীরোত্তম’ শিরোনামের একটি স্মরণিকা বের করেছে বিএনপি সমর্থক মুক্তিযোদ্ধাদের সংগঠন মুত্তিযোদ্ধা দল।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এর মোড়ক উন্মোচন হয়।

 

মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল আহসান স্মরণিকাটি সম্পাদনা করেছেন।

মোড়ক উন্মোচনের পর মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, ইসমাইল হোসেন বেঙ্গল,  সাদেক আহমেদ খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।