নাটোরে বিএনপির ২৩ নেতাকর্মী কারাগারে

সহিংসতার মামলায় নাটোরে বিএনপির ২৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধি বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 11:01 AM
Updated : 24 April 2014, 11:01 AM

বৃহস্পতিবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিম ইশরাত জাহান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ও সদর থানা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামসহ ২৬ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান শুনানি শেষে তিনজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৩ ডিসেম্বর নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে আওয়ামী লীগ ও ১৮ দল মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের ১৫টি দোকান ভাঙচুর, দুইটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া ও লুটপাটপাট চালানো হয়।

এ ব্যাপারে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নরুজ্জামান বাদি হয়ে নাটোর থানায় মামলা করেন। ওই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের উপ পরিদর্শক মুন্নাফ হোসেন।