বিএনপি এখন রাজনীতিতে ‘নেই’: মুহিত

দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি রাজনীতি থেকে বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 02:25 PM
Updated : 21 April 2014, 02:25 PM

তিনি বলেছেন, “বাংলাদেশের রাজনীতিতে এতদিন বিএনপির যে অবস্থান ছিল, তার কোনো অস্তিত্ব আর নেই। কারণ, তারা এখন সরকারেও নেই, বিরোধী দলেও নেই।”

বাংলা নববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে রোববার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুহিত একথা বলেন।

কওমি মাদ্রাসায় পহেলা বৈশাখের ছুটি না দেয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কওমি মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রণে আসতে হবে। শিগগিরই এই পদক্ষেপ নেয়া হবে। তখন অবশ্যই তাদেরকে পয়লা বৈশাখে ছুটি মানতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্যে মুহিত বলেন, “ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে আমরা এক, এটাই পহেলা বৈশাখের অঙ্গীকার হওয়া উচিত। সকলে এক হয়ে দেশকে গড়ে তুলব।”

অনুষ্ঠানে জাতীয় সংসদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান চৌধুরী ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বক্তব্য রাখেন।