বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছে: সুরঞ্জিত

দেশের বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্ঠা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 12:36 PM
Updated : 19 April 2014, 12:36 PM

শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারালয়গুলোতে মামলা জটের কারণে বিচার বিলম্বিত হচ্ছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি বলেন, এখন মামলা করলে বিচার পাওয়া যায় না।

মামলা জটের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘‘ছেলে মামলা করলে তার নাতি পর্যন্ত গেলেও মামলা শেষ হয় না।”

“বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে স্বাভাবিক গণতন্ত্র ব্যাহত হয়, সেই সঙ্গে সাংবিধানিক অধিকারকে কার্যত অকার্যকর করে ফেলে।”

সুরঞ্জিত দেশে গুম-খুন বাড়ছে উল্লেখ করেন এবং বিভিন্ন সময়ে গুমের মামলা হলেও ওইসব মামলার বিচার শেষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী এ কে ধরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।