‘গণতন্ত্রের পক্ষে বলায় সমালোচনার মুখে পড়েন এবিএম মূসা’

‘গণতন্ত্রের পক্ষে সত্য উচ্চারণের’ জন্য শেষ বয়সে সাংবাদিক এবিএম মূসাকে শাসকগোষ্ঠীর সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 03:06 PM
Updated : 18 April 2014, 03:06 PM

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বৈশাখ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার মূসা স্মৃতি মঞ্চে রাখা শোকবইতে স্বাক্ষরের সময় তিনি একথা বলেন। 

সদ্য প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “সাংবাদিকতায় এবিএম মূসা ছিলেন একজন কিংবদন্তী মানুষ। গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের অধিকার রক্ষার পক্ষে তার কলম সব সময় সরব ছিল।

“শেষ বয়সে গণতন্ত্রের পক্ষে সত্য উচ্চারণের জন্য শাসকগোষ্ঠীর সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে।”

ফাইল ছবি

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মার্চের শেষদিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন এবিএম মূসা।  এরপর গত ৯ এপ্রিল লাইফ সাপোর্টে থাকাকালীন মৃত্যুবরণ করেন ৮৩ বছর বসয়ী এই সাংবাদিক।

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখ উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার প্রশংসা করে ফখরুল বলেন, “সবাইকে পড়ার অভ্যাস করতে হবে। বই-ই হতে পারে আমাদের নিত্যদিনের সহযাত্রী।”

১৩ এপ্রিল থেকে শুরু হওয়া বইমেলা শেষ হবে ১৯ এপ্রিল, যা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক হাসান হাফিজ বক্তব্য দেন।

এর আগে মির্জা ফখরুল বই মেলা ঘুরে দেখেন।