সিপিবি-বাসদের ‘তিস্তামার্চ’ শুরু

ভারতের একতরফা পানি প্রত্যাহার বন্ধ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 06:08 PM
Updated : 17 April 2014, 06:16 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তিন দিনব্যাপী এই লংমার্চের যাত্রা শুরু হয়।

লংমার্চ শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বন্ধুত্ব মানে ভারতের কাছে শর্তহীন আত্মসমর্পণ নয়।”

ভারতে অভিন্ন নদীর পানি প্রত্যাহার বন্ধের দাবি জানান তিনি।

সমাবেশে সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ কাজী জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী বক্তব্য দেন।

এছাড়া তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ও নাগরিক কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন।

ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন জানান, বিকালে গাজীপুরে গণজমায়েতের পর সিরাজগঞ্জে রাত কাটাবেন তারা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জে সমাবেশ হবে।

এরপর বিকাল ৪টার দিকে বগুড়ায় সমাবেশ হবে। রংপুরে শুক্রবার রাতযাপন করবে লংমার্চে অংশগ্রহণকারীরা।

শনিবার সকাল ১০টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হওয়ার পর মেডিকেল মোড় হয়ে পাগলাপীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, টেংগনমারী ও  জলঢাকা হয়ে ডালিয়া ব্যারেজ সাধুর বাজারে যাবে লংমার্চ। শনিবার বিকাল ৪টায় সেখানে জনসভার মধ্য দিয়ে শেষ হবে এই লংমার্চ।