নরসিংদীতে বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

সরকারি কাজে বাধাদান, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নরসিংদী বিএনপির ৪৭ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 01:13 PM
Updated : 16 April 2014, 01:13 PM

বুধবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ আদেশ দেয়া হয়।

এদের মধ্যে রয়েছেন স্থানীয় বিএনপি নেতা সমির ভূইয়া, আমান উল্লাহ আমান, জাকারিয়া, কাউন্সিলর মুকবুল হোসেন, মিজানুর রহমান, শেখ ফরিদ, আল আমিন, জুবায়ের, আবুল হাসনাত, কাজী সুমন, দেলোয়ার, জোহর আলী, আব্দুল গাফ্ফার প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সনের ২৭ অক্টোবর মাধবাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল চলাকালে তারা রাস্তায় অবরোধ করছিলেন।

ওই সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি কাজে বাধাদান, বাস ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মোট আসামি ৭৮ জন।

বুধবার ৪৭ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়।