রাজশাহীতে জামায়াতের মিছিল থেকে বোমা বিস্ফোরণ

রাজশাহীতে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে এক সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 10:45 AM
Updated : 16 April 2014, 10:45 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেলদারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সাইদুর রহমান ভুইয়া জানান, বিদ্যুৎ, করিডোর ও তিস্তাসহ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে সাগরপাড়া মোড় থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত শিবির নেতাকর্মীরা।

বেলদারপাড়া মোড়ে পুলিশ পৌঁছলে জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছেড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বোমার স্প্লিন্টারে একুশে টেলিভিশনের ক্যামেরাম্যন হাসান আল মবিনসহ ৫ জন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয়।

মিছিলে শ্লোগান দেয়া হয়, “কে বলেছে রাজাকার, সাঈদী মোদের অহংকার, সাঈদীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।”

তারা নগরীর বেলদারপাড়া মোড়ে একটি পথসভাও করে। পথসভায় বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম।